এবার দীর্ঘমেয়াদে দায়িত্ব পেলেন হেরাথ
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পরই নিউজিল্যান্ড সফরে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। আর এই সিরিজ থেকেই দীর্ঘমেয়াদে দায়িত্ব নিচ্ছেন শ্রীলঙ্কান সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ। তিনি দলের সঙ্গে যোগ দেবেন নিউজিল্যান্ডে।
মাঝে কয়েকটি সিরিজে হেরাথ বাংলাদেশের স্পিনারদের দায়িত্ব সামলেছিলেন। এবার স্পিন বোলিং পরামর্শক হিসেবে দীর্ঘমেয়াদে দায়িত্ব নিয়েছেন। দুই বছরের চুক্তিতে হেরাথকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, হেরাথের সঙ্গে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি করা হয়েছে। ভারতে ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকবেন হেরাথ।
গত জুলাইতে জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ করা হয়েছিল হেরাথকে। ওই সফরের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ এবং পরবর্তীতে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই দায়িত্ব পালন করেছেন হেরাথ। বিশ্বকাপের পরে তাঁর চুক্তি শেষ হয়েছিল। আবার বাংলাদেশের স্পিনারদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে হেরাথের হাতেই।