ড্রেসিং রুমে সিগারেট টেনে যে শাস্তি পেলেন সুজন
বিপিএলের চলতি আসরে খুলনা টাইগার্সের দায়িত্ব নিয়ে ভালো ফল এনে দিতে পারেননি খালেদ মাহমুদ সুজন। ধারাবাহিক ব্যর্থতায় টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে তাঁর দল। তবে খুলনার শেষ ম্যাচে ড্রেসিং রুমে সিগারেট টেনে বিতর্কের জন্ম দিয়েছেন সুজন।
ম্যাচ চলাকালীন সিগারেট টানায় সুজনের শাস্তি হওয়াটা অনুমিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। বিতর্কিত ঘটনাটির জন্য জরিমানা করা হয়েছে সাবেক এই ক্রিকেটারকে।
এক সংবাদ বিবৃতিতে আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘটনার তিন দিন পর বিসিবি জানিয়েছে, ক্রিকেটের চেতনাবিরোধী কাজের শাস্তি হিসেবে খুলনার কোচকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে । সেই সঙ্গে বিসিবির এই পরিচালকের নামের পাশে যোগ করা হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।
ঘটনাটি ঘটে গত শুক্রবার বিপিএলের প্রথম পর্বের শেষ দিনে। শেষ ওভারে ৯ রানের প্রয়োজন ছিল খুলনার। মাহমুদুল হাসান জয় ও হাবিবুর রহমান সোহান মিলে ৩ বলেই দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ওই ম্যাচেই ড্রেসিংরুমের দরজার সামনে দাঁড়িয়ে ধূমপান করেন সুজন। টিভি ক্যামেরায় যা স্পষ্ট ধরে পড়ে। ওই পরমুহূর্তে ওই দৃশ্যটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ ছাড়াও আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানা করা হয়েছে রংপুর রাইডার্সের শেখ মেহেদি হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেনকে।