দুঃসময়ে বিরিয়ানিতে মজেছেন রাসেল-গুরবাজরা
আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। শেষ ৬ ম্যাচের ৫টিতে হেরে প্লে-অফে খেলা নিয়েও জেগেছে শঙ্কা। শেষ চার নিশ্চিতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নেই কলকাতার। দলের এমন কঠিন সময়ে কিনা ঐতিহ্যবাহী হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়াতে ব্যস্ত কলকাতার ক্রিকেটাররা।
গতকাল বুধবার (৩ মে) কলকাতার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় ভেডিড ভিসা, জেসন রয়, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, রহমতউল্লাহ গুরবাজরা মজা করে খাচ্ছেন ভারতের ঐতিহ্যবাহী হায়দ্রাবাদি বিরিয়ানি।
এ সময় বিরিয়ানি খেতে খেতে ডেভিড ভিসা প্রশংসা করে বলেন, ‘খুবই সুস্বাদু, তবে ঝাল কিছুটা বেশি। রয় বলেন, ‘অসাধারণ এবং সুস্বাদু।’
আর রাসেল খাওয়ার সময় মজা করে নারিন বলেন, ‘ওকে খাবার নিয়ে কিছু বলবেন না, সব খাবারই ওর ভালো লাগে।’
যদিও সেখানে ছিলেন না আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তাই তার জন্য পার্সেল করে বিরিয়ানি নিয়ে যাওয়া হয় টিম হোটেলে। সে সময় বিরিয়ানি পেয়ে খুশি গুরবাজও। বলেন, ‘ধন্যবাদ, আপনাদের বিরিয়ানি আনার জন্য। এখন আমাকে একা ছেড়ে দিন।’
খেলোয়াড়রা বিরিয়ানিতে মজলেও, মাঠে কেকেআরের দুর্দশা যেন কাটছে না। শেষ ৬ ম্যাচের ৫টিতে হারা দলটির আজ বৃহস্পতিবার (৪ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে জিততেই হবে । না হয় কাগজে-কলমে শেষ হয়ে যাবে শেষ চারের স্বপ্ন। এখন দেখার বিষয় বিরিয়ানি খেয়ে কতটা উজ্জীবিত হতে পারে রাসেল-নারিনরা।