বিপিএলের প্রথম পর্বে বোলারদের দাপট
ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মধ্যকার ম্যাচ দিয়ে গতকাল মঙ্গলবার রাতে শেষ হলো চলমান বিপিএলের প্রথম পর্ব। ঢাকায় প্রথম পর্ব শেষে দলগুলোর গন্তব্য এবার বন্দরনগরী চট্টগ্রাম। ঢাকায় প্রথম পর্বে ব্যাটারদের চেয়ে বেশি নজর কেড়েছেন বোলাররা।
অষ্টম বিপিএলের প্রথম পর্বে ঢাকায় মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চারটি ম্যাচ খেলেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। চার ম্যাচের একটিতে কেবল জিতেছে তামিম-মাহমুদউল্লাহর ঢাকা। দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে তাঁদের অবস্থান।
প্রথম পর্ব শেষে চার পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে কুমিল্লা। তারা একটিতেও হারেনি। এরপর যথাক্রমে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স।
প্রথম পর্বে সবচেয়ে বেশি সাতটি উইকেট নিয়েছেন নাজমুল অপু। দুই ম্যাচে মাত্র ৩৫ রান দিয়ে সাত উইকেট নিয়েছেন সিলেটের এই বোলার। ছয়টি নিয়ে এই তালিকায় দ্বিতীয়তে আছেন চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামের আরেক বোলার শরিফুলও নিয়েছেন ছয়টি। সমান পাঁচটি করে নিয়েছেন নাহিদুল ইসলাম, আলজারি জোসেফ, কামরুল ইসলাম রাব্বি ও ব্রাভো।
সেই তুলনায় তেমন রান পাননি ব্যাটাররা। সবচেয়ে বেশি ১২৪ রান নিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ। তিন ম্যাচ খেলা বেনি হাওয়েল ১১২ রান নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। দুই হাফসেঞ্চুরিতে ১০৫ রান নিয়ে তিনে আছেন তামিম ইকবাল। উইল জ্যাকস নিয়েছেন ৭৪ রান। শুভাগত হোম নিয়েছেন ৭২ রান। আর সাব্বির রহমান নিয়েছেন ৬৯ রান।
বোলারদের সঙ্গে তুলনা করলে ঢাকার মাঠে খুব একটা সুবিধা করতে পারেননি ব্যাটাররা। এবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটারদের রানের ঝড় দেখার অপেক্ষা। দুই দিন বিরতির পর আগামী শুক্রবার চট্টগ্রামের মাটিতে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে সিলেট সানরাইজার্স ও ঢাকা।