বিরিয়ানি খেয়েই কি কলকাতার বাজিমাত?
আইপিএলের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স। দুইবারের শিরোপাজয়ীরা সবসময়ই থাকেন ফেভারিটের তালিকায়। চলতি আসরে অবশ্য খুব একটা আহামরি খেলছে না নিতিশ রানা-সুনিল নারিনরা। ১০ ম্যাচ শেষে মাত্র ৪ টি জয়। সর্বশেষ জয় পেয়েছে গতকাল, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।
টানা হারের পর হায়দরাবাদে ম্যাচ শুরুর আগের দিন কলকাতার খেলোয়াড়রা খেয়েছিল বিখ্যাত হায়দরাবাদি বিরিয়ানি। বিরিয়ানিই কি তাহলে টোটকা হিসেবে কাজে দিল?
গতকাল বৃহস্পতিবার (৪ মে) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মাঠে নামে কলকাতা। এর আগে ৩ মে কলকাতার ভেডিড ভিসা, জেসন রয়, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, রহমতউল্লাহ গুরবাজরা মজা করে খান ভারতের ঐতিহ্যবাহী হায়দরাবাদি বিরিয়ানি। গুরবাজ টিম হোটেলে থাকায় তার জন্য নিয়ে যাওয়া হয় পার্সেল।
হায়দরাবাদের বিপক্ষে নামার আগে শেষ ৬ ম্যাচের ৫ টিতেই হার মানে কলকাতা। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচে জয়ের বিকল্প ছিল না কলকাতার সামনে। এমন ডু অর ডাই ম্যাচে শেষ ওভারে ৫ রানের নাটকীয় জয় পায় কেকেআর। এ জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের আট নম্বরে।
টানা ব্যর্থতার পর জয়। তাও গুরুত্বপূর্ণ সময়ে। প্রতিপক্ষের শহরে গিয়ে সেখানকার বিখ্যাত খাবারের স্বাদেই তাহলে বদলে গেল কলকাতা? যদি এমন হয়, পরের অ্যাওয়ে ম্যাচগুলোর আগে কেকেআর কর্তৃপক্ষ নিশ্চয়ই চাইবে প্রতিপক্ষের শহরের বিখ্যাত খাবারগুলো চেখে দেখতে! এতে যদি জয়ের দেখা মেলে, মন্দ কিসে! খাওয়াও হলো, জয়ও এলো।