বেঙ্গালুরুকে হারিয়ে স্বস্তিতে কলকাতা
জমজমাট এক ম্যাচ দেখল আইপিএলের দর্শকরা। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষ পর্যন্ত চেষ্টা করেছে বেঙ্গালুরুর লেজের ব্যাটাররা। কিন্তু পেরে ওঠেনি কলকাতার সঙ্গে। বেঙ্গালুরুর প্রতিরোধ ভেঙে স্বস্তির জয় পেল টানা হারের বৃত্তে আটকে থাকা কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলে বুধবার (২৬ এপ্রিল) মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। হাই স্কোরিং ম্যাচে বেঙ্গালুরুকে ২১ রানে হারিয়েছে কলকাতা।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান তোলে কলকাতা। জবাবে ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৭৯ রানে থামে বেঙ্গালুরু।
টসে জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠান বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। কোহলিকে ভুল প্রমাণ করে ওপেনিং জুটিতে ৮৩ রান তোলেন জেসন রয় ও নারায়ণ জগদীশ। এরপর দ্রুতই দুই ওপেনারকে ফেরান বিজয়কুমার বিশ্বক। জগদীশ ২৭ রানের বেশি করতে না পারলেও রয় খেলেন ২৯ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস। ভেঙ্কটেশ আয়ার করেন ২৬ বলে ৩১ রান। অধিনায়ক নিতিশ রানার ব্যাট থেকে আসে ২১ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস। রানার ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ৪ ছয়ে। সবার ছন্দময়ী ব্যাটিংয়ে কলকাতা পায় কাঁটায় কাঁটায় ২০০ রানের সংগ্রহ।
বেঙ্গালুরুর হয়ে ২ টি করে উইকেট পান বিশ্বক ও ওয়ানিন্দু হাসারাঙা।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ের বেগে শুরু করেও ৭ বলে ১৭ রানে থেমে যান ফাফ ডু প্লেসিস। দলীয় ৩১ রানে ডু প্লেসিসকে আউট করেন সুযাশ শর্মা। ৩৭ বলে ৫৪ রান করে আন্দ্রে রাসেলের শিকারে পরিণত হন আরেক ওপেনার অধিনায়ক কোহলি।
এরপর শাহবাজ আহমেদ ও গ্লেন ম্যাক্সওয়েল ফিরে যান খুব দ্রুতই। চাপে পড়ে বেঙ্গালুরু। মাহিপাল লমরোর চেষ্টা করেন বিপর্যয় সামাল দিতে। ১৮ বলে ৩৪ রান করে দলকে এগিয়ে নেন। দিনেশ কার্তিকও (২২) চেষ্টা করেন হাল ধরতে। কিন্তু ম্যাচ জিততে যথেষ্ট হয়নি কোনোটাই। ৮ উইকেট হারিয়ে ১৭৯ রানেই থেমে যেতে হয় বেঙ্গালুরুকে।
কলকাতার পক্ষে ৩ টি উইকেট শিকার করেন ভরুন চক্রবর্তী। ২ টি করে উইকেট পান রাসেল ও সুযাশ।
ম্যাচ হারলেও ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু আছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। অপরদিকে ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কলকাতার অবস্থান সপ্তম।