ভায়রা-ভাইয়ের রোমাঞ্চকর লড়াইয়ে জিতলেন মুশফিক
টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়ে মিনিস্টার গ্রুপ ঢাকা। বিপিএলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাহমুদউল্লাহর ঢাকা ১৮৪ রানের বড় লক্ষ্য দেয়। এই বড় লক্ষ্য তাড়া করে দারুণ জয় তুলে নেয় মুশফিকের খুলনা।
আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভায়রা-ভাইয়ের এই রোমাঞ্চকর লড়াইয়ে জিতলেন মুশফিক। তাঁর দল খুলনা জিতেছে পাঁচ উইকেটে।
রনি তালুকদার ও আন্দ্রে ফ্লেচারের দারুণ দুটি ইনিংসের ওপর ভর করে এই জয় তুলে নেয় খুলনা। দলীয় ৮ রানে ওপেনার তানজিদ হাসানের উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটির দৃঢ়তায় জয়ের পথে এগিয়ে যায় খুলনা। বাকি কাজটা সারেন থিসারা প্যারেরা।
দ্বিতীয় উইকেটে রনি তালুকদার ও আন্দ্রে ফ্লেচার দারুণ দুটি ইনিংস খেলেন। রনি ৪২ বলে ৬১ রান করেন। আর ফ্লেচার ২৩ বলে ৪৫ রান ঝুলিতে পুরেন। প্যারেরা অপরাজিত ৩৬ রান করেন ১৮ বল খরচায়। ঢাকার হয়ে এবাদত ও রাসেল দুটি করে উইকেট নিয়েও প্রতিপক্ষের জয় আটকাতে পারেননি।
এর আগে প্রথমে ব্যাট করে ঢাকা ১৮৩ রান গড়ে। সর্বোচ্চ সংগ্রহ তামিম ইকবালের। তিনি ৪২ বলে ৫০ রান করেন। সাতটি চারের মার ছিল তাঁর ইনিংসে।
অবশ্য তার চেয়ে বেশি উজ্জ্বল ছিল আফগান তারকা মোহাম্মদ শেহজাদের ব্যাট। তিনি ২৭ বলে ৪২ রান করেন। তাঁর ইনিংসে আটটি চারের মার ছিল। ভালো খেলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনি ২০ বলে ৩৯ রান করেন।
কামরুল ইসলাম রাব্বি তিন উইকেট পেলেও খরচ করেছেন ৪৫ রান। আর থিসারা প্যারেরা ২৭ রানে এক উইকেট নেন।
দিনের আরেক ম্যাচে ফরচুন বরিশাল চার উইকেট জিতেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। চট্টগ্রামের ১২৫ রানের জবাবে ঘাম ঝরিয়ে জিতছে সাকিবের বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর
মিনিস্টার গ্রুপ ঢাকা : ১৮৩/৬ (২০ ওভার) তামিম ৫০, শাহজাদ ৪২, রিয়াদ ৩৯; রাব্বি ৪৫/৩, প্যারেরা ২৭/১)।
খুলনা টাইগার্স : ১৮৬/৫ (১৯ ওভার) রনি ৬১, ফ্লেচার ৪৫, প্যারেরা ৩৬*; এবাদত ২৭/২, রাসেল ৪২/২)।
ফল : খুলনা টাইগার্স ৫ উইকেটে জয়ী।