লিটনের জায়গায় কাকে নিয়েছে কলকাতা?
প্রথমবার আইপিএল খেলতে যাওয়াটা সুখকর হলো না লিটন দাসের। ১৯ দিনের ভারত সফরে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। সেই ম্যাচেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। ব্যাট হাতে ব্যর্থতার পর উইকেটের পেছনে নষ্ট করেন দুটো সহজ সুযোগ। ম্যাচটি হেরে যায় কলকাতা। এর পর আর সুযোগই পাননি লিটন।
ম্যাচের পর ম্যাচ বসে থাকতে হয়েছে ডাগআউটে। শেষমেশ অনেকটা বিরক্ত হয়েই দেশে ফেরেন এই ডানহাতি ওপেনার। এরই মধ্যে জাতীয় দলের যোগ দিতে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডের উদ্দেশ্যে।
এদিকে লিটনের বিকল্প হিসেবে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জনসন চার্লসের নাম ঘোষণা করেছে কলকাতা। গতকাল বৃহস্পতিবার (৩ মে) আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে চার্লসকে দলে ভেড়ানোর খবর জানায় কলকাতা।
ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটার চার্লস জাতীয় দলের হয়ে ৪১ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন তিনি। ক্যারিয়ারে ২২৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা চার্লসের নামের পাশে আছে সাড়ে পাঁচ হাজারের বেশি রান।
আসরের বাকি সময়ের জন্য লিটনের স্থলাভিষিক্ত করা চার্লসকে কলকাতা কিনেছে ৫০ লাখ ভারতীয় রুপিতে।