শুভমান গিলের সাফল্যের রহস্য ফাঁস
শুভমান গিলের নামের শুরুতে থাকা 'শুভ' যেন আশীর্বাদ হয়ে এসেছে গুজরাট টাইটান্সের জন্য। ঠিক প্রয়োজনের মুহূর্তেই জ্বলে ওঠেন তিনি। আইপিএলের শুরু থেকে ছন্দে থাকা গিল দ্বিতীয় কোয়ালিফায়ারে এসে জ্বলে উঠলেন আবারও। তাঁর ব্যাটেই ভর করে আইপিএলের ফাইনাল নিশ্চিত করে করেছে হার্দিক পান্ডিয়ার দল।
শুভমান গিল যেদিন খেলেন তাকে আটকানো দায় প্রতিপক্ষের। গুজরাটের জয় সেদিন আসে অনায়সে। গতকাল শুক্রবার রাতেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চারটি চার ও আটটি ছয়ের মারে আহমেদাবাদে ২০০-র বেশি স্ট্রাইক রেটে ৪৯ বলে সেঞ্চুরির ঘরে পৌঁছান শুভমান। শেষ পর্যন্ত শুভমান থামেন ২১৫ স্ট্রাইক রেটে ৬০ বলে ১২৯ রানে। তার টর্নেডো ইনিংসটিতে চারের মার ছিল সাতটি, ছক্কা দশটি। তাতে ভর করে গুজরাট পায় ৬২ রানের বিশাল জয়।
জয়ের পর নিজের সাফল্যের রহস্য নিজেই ফাঁস করলেন শুভমান। দলকে টানা দ্বিতীয় বার আইপিএল ফাইনালে তুলে দারুণ খুশি এই তরুণ ব্যাটার। এ ছাড়া গতকালের ইনিংসটিকে এবারের প্রতিযোগিতায় নিজের সেরা ইনিংস হিসেবে মানছেন শুভমান।
ম্যাচ শেষে শুভমান বলেছেন, ‘সম্ভবত এটাই আইপিএলে এখনও পর্যন্ত আমার সেরা ইনিংস। আমি প্রতিটি বল মাথায় রেখে খেলি। একটি করে ওভারের পরিকল্পনা নিয়ে খেলি। যে ওভারে তিনটে ছয় মারলাম, সেটাই আমার ছন্দ তৈরি করে দিয়েছে। ওই ওভারের পর মনে হল, দিনটা আমার হতে পারে। উইকেটের কথাও বলব। ব্যাট করার জন্য উইকেটটা বেশ ভাল।’
এ বারের আইপিএলে কী করে এত ছক্কা মারছেন? জবাবে শুভমান বলেছেন, ‘সচেতন ভাবে বেশি ছয় মারার কোনও সিদ্ধান্ত নিইনি। ব্যাটার হিসাবে নিজেকে নতুন ভাবে তুলে ধরা গুরুত্বপূর্ণ। তার থেকেও জরুরি নিজের উপর বিশ্বাস রাখা। শুধু আইপিএল নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও মৌসুমটা ভালই কেটেছে আমার। গত বছরও ভাল ছন্দে ছিলাম। ছন্দে থাকলে সব সময় মনে হয় ভাল রান পাব। গত ওয়েস্ট ইন্ডিজ় সফরের সময় ব্যাটিংয়ে সামান্য পরিবর্তন করেছিলাম। সেটা কাজে এসেছে।’
নিজের সাফল্যের রহস্য নিয়ে শুভমান আরও বলেছেন, ‘আমার কাজ খেলা। চোটের সময় থেকে নিজের ব্যাটিং নিয়ে ভাবনা চিন্তা শুরু করি। কিছু জায়গায় উন্নতির চেষ্টা করেছি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজল্যান্ড সিরিজর আগে ব্যাটিংয়ে কিছু টেকনিক্যাল পরিবর্তন করেছিলাম। সেটাই বেশি কাজে লেগেছে।’