অ্যাশেজের রোমাঞ্চে বৃষ্টির বাধা
৭ উইকেট আর ১৭৪ রানের রোমাঞ্চের অপেক্ষা অ্যাশেজের প্রথম টেস্টের পঞ্চম দিন। স্নায়ু, উত্তেজনা কি ছিল না এজবাস্টন টেস্টে প্রথম চারদিনে। ক্ষণে ক্ষণে রং বদলানো টেস্টের সব হিসেব-নিকেষ তোলা ছিল পঞ্চম দিনের জন্য। তবে বেরসিক বৃষ্টিতে ভক্ত-সমর্থকদের সেই রোমাঞ্চ আক্ষেপে রূপ নেওয়ার অপেক্ষায়।
গতকাল সোমবার (১৯ জুন) ২৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রানে চতুর্থ দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। শেষদিনে জয়ের জন্য অপরাজিত ব্যাটার উসমান খাজার ব্যাটের দিকে তাকিয়ে অস্ট্রেলিয়া। অন্যদিকে আন্ডারসন –ব্রডরা শেষদিনে ৭ উইকেট তুলে বাজিমাতের অপেক্ষায়।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সেই অপেক্ষা আরও বাড়াল বৃষ্টি। গতকাল রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এজবাস্টনে। আজ বুধবার (২০ জুন) সকালে বৃষ্টি বাড়ায় খেলা সঠিক সময়ে মাঠে গড়ানো সম্ভব হয়নি। ইতোমধ্যেই প্রথম সেশনে বৃষ্টির বাঁধায় ভেসে গেছে। শেষ দুই সেশনে বৃষ্টি থামে কিনা সেটাই এখন দেখার বিষয়। শেষমেশ বৃষ্টি না থামলে ম্যাচ ড্র ঘোষণা করা হবে। যা কোনোভাবেই চাইছে না ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার কেউই। কারণ দুই দলের সামনেই রয়েছে জয়ের সুবর্ণ সুযোগ।