বিজয়কে দলে নেওয়ার কারণ জানালেন সাকিব
এশিয়া কাপ মিশন শুরুর একদিন আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। পুরো এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন ওপেনার লিটন দাস। তার বদলি হিসেবে শ্রীলঙ্কায় গেছেন এনামুল হক বিজয়। হুট করেই বিজয়ের দলে সুযোগ মেলায় কিছুটা অবাক ভক্ত-সমর্থকরা। এবার বিজয়কে দলে নেওয়ার কারণ জানালেন অধিনায়ক সাকিব আল হাসান।
আজ বুধবার (৩০ আগস্ট) ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে বিজয় প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমাদের দলে কোনো ব্যাকআপ উইকেটরক্ষক নেই। এটা একটা সমস্যা। আর মূল বিষয় হলো লিটন ও বিজয় দুজনই টপঅর্ডারে ব্যাটিং করে। যদি মুশফিক ভাইয়ের কিছু হয় যেমন কনকাশন বা ছোট খাটো চোট। যদি ওনি ওইদিন কিপিং না করতে পারে, সেক্ষেত্রে বিজয় বিকল্প হিসেবে থাকবে।’
অধিনায়ক আরও যোগ করেন, ‘যেহেতু এখন নিয়ম রয়েছে, কোনো কিপার ম্যাচে না খেললেও সে কিপিং করতে পারবে। এটা একটা অপশন। এই জায়গাগুলোতে বিকল্প রাখার জন্যই বিজয়কে দলে নেওয়া।’
ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ৩০ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার। আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলে ৮৩৪ রান করেন, গড় ৫৯ দশমিক ৫৭, স্ট্রাইক রেট ৯৭ দশমিক ৩১। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি এসেছে বিজয়ের ব্যাট থেকে।