নতুন কোচদের জন্য বিপিএল দারুণ সুযোগ : সুজন
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। হাতে আছে পাঁচদিন। দলগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে। বিপিএলের দশম আসরে অধিকাংশ কোচই বাংলাদেশি। এবারের আসরে সাত দলের ছয়টিতে প্রধান কোচ বাংলাদেশের। কেবল ফরচুন বরিশালের ডাগআউট সামলাবেন ডেভ হোয়াইটমোর। কোচ হিসেবে অভিষেক ঘটতে চলেছে তালহা জুবায়ের, তুষার ইমরানদের।
দলগুলোর মূল দায়িত্বে দেশি কোচ থাকাটাকে ইতিবাচকভাবে দেখছেন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। তিনি নিজেও নতুন দল দুর্দান্ত ঢাকা প্রধান কোচ। খেলোয়াড়দের পাশাপাশি বিপিএল নতুন কোচদের জন্যেও বড় একটি সুযোগ বলে মনে করেন সুজন।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে আজ রোববার (১৪ জানুয়ারি) সুজন বলেন, ‘দলগুলোতে দেশি কোচ থাকাটা অবশ্যই ভালো দিক। এটি তাদের জন্য একটি বড় সুযোগ। নিজেদের কোচ হিসেবে গড়ে তোলার ভালো প্ল্যাটফর্ম। অনেক দলে সহকারী কোচও বাংলাদেশি। কয়েকজন আছেন এবারই প্রথম কোচিং করাতে যাচ্ছেন। আমার মনে হয়, আমাদের ক্রিকেটের উন্নতির জন্য এটি একটি ইতিবাচক দিক।’
দুর্দান্ত ঢাকার হয়ে খেলবেন পেসার তাসকিন আহমেদ। চোটের কারণে পুনর্বাসনে আছেন তিনি। তবে সুজন আশা করছেন, প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাবেন। তাসকিনও অনুশীলন করছে নিয়মিত।