সাত বীরশ্রেষ্ঠকে উৎসর্গ করে বিপিএলের ফটোসেশন
পুরোনো বিতর্ক পেছনে ফেলে বিপিএলকে নতুন আঙ্গিকে রাঙানোর চেষ্টায় আয়োজকরা। এরই ধারাবাহিকতায় এবার অফিসিয়াল ফটোসেশনেও ছিল নতুনত্ব। সচরাচর আসর শুরুর একদিন আগে মাঠে ফটোসেশন হলেও এবার দুদিন আগেই সাত দলের অধিনায়ককে নিয়ে হয়েছে ফটোসেশন। যা উৎসর্গ করা হয়েছে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা সাত বীরশ্রেষ্ঠকে।
আজ বুধবার (১৭ জানুয়ারি) বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও সাহসিকতার প্রতীক হিসেবে বিবেচিত বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান সাত জন বীরশ্রেষ্ঠর স্মরণে নির্মিত ভাস্কর্য ‘আমরা তোমাদের ভুলব না’ এর সামনে অনুষ্ঠিত হয় বিপিএলের ২০২৪ আসরের ফটোসেশন।
বিপিএলে এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুভাগত হোম। সাকিব আল হাসান দায়িত্ব নিতে আগ্রহ না দেখানোয় রংপুর রাইডার্সের নেতৃত্বে আছেন নুরুল হাসান সোহান। ইমরুল কায়েসের পরিবর্তে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস।
এছাড়াও খুলনার দায়িত্বে ওপেনার এনামুল হক বিজয়। ফরচুন বরিশালের দায়িত্ব পেয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে যথারীতি মাশরাফী বিন মোর্ত্তজা। তবে, ফটোসেশনে তার পরিবর্তে মোহাম্মদ মিথুন উপস্থিত ছিলেন। দুর্দান্ত ঢাকার দায়িত্বে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। সাত দলের এই টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত মোট ম্যাচ সংখ্যা ৪৬টি। ডিআরএস ছাড়াও অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহার দেখা যাবে এবারের আসরে।