বিপিএলের দশম আসরে আধুনিক প্রযুক্তির ছোঁয়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে দর্শকের যতটা উন্মাদনা, তার চেয়ে বেশি অভিযোগ। নয়টি আসর শেষ করলেও সেভাবে প্রযুক্তিগত ছোঁয়া পায়নি বিপিএল। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর হলেও নিম্নমানের সম্প্রচার স্বত্ব, ডিআরএস না থাকা, ক্যামেরার কোয়ালিটি, সাদামাটা গ্রাফিক্স— বিপিএলে বরাবরই হতাশ করেছে প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তিকে ঠিকমতো কাজে লাগাতে পারেনি কর্তৃপক্ষ। তবে, দশম আসরে এসে কর্তৃপক্ষ নজর দিয়েছে এসবে। এবার রাখা হচ্ছে সম্ভাব্য সেরা সব প্রযুক্তি।
বিপিএলে এবার শুরু থেকেই থাকবে ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম। রিভিউ থাকা মানে হক আই রাখাটা আবশ্যক। রাখা হয়েছে হক আই সিস্টেমও। ক্যামেরার দিকে বিশেষ নজর দিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। প্রায় ৩৬টি অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করা হবে আসরে। যার মধ্যে ১৮টি পরিচালনা করবেন অপারেটররা। বাকিগুলো স্বয়ংক্রিয়। রাখা হয়েছে ড্রোন ক্যামেরাও।
সম্প্রচারের ক্ষেত্রে বিপিএল দিয়েছে বড় শর্ত। যে প্রতিষ্ঠান সম্প্রচারের দায়িত্ব পাবে, তাদের থাকতে হবে আইপিএল, বিগব্যাশের মতো বিশ্বমানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পরিচালনার অভিজ্ঞতা। গ্রাফিক্সের দায়িত্বে যারা থাকবেন, তাদের নিশ্চিত করতে হবে কাজের মান যেন অন্তত এশিয়া কাপ পর্যায়ের হয়। এ ছাড়া, আগের মতোই থাকছে জিং বেল ও এলইডি স্ট্যাম্প।
অন্যতম বড় চমক হচ্ছে, পেছনের কারিগর যারা অর্থাৎ অপারেটর, ইঞ্জিনিয়ার— তাদের থাকতে হবে আন্তর্জাতিক পর্যায়ে অন্তত ১০ বছর কাজের অভিজ্ঞতা। আর মাঠগুলোও টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেটকে মাথায় রেখে সে আদলে তৈরি করার ঘোষণা আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। চলবে ১ মার্চ পর্যন্ত। সাত দলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি ভেন্যুতে।