হাইভোল্টেজ ম্যাচে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল বরিশাল
কাঁধে কাঁধ রেখে বাইশ গজে দেশকে বহু জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে, সাম্প্রতিক সময়ে তাদের বন্ধুত্বের সম্পর্ক ছেয়ে গেছে বৈরী হাওয়ায়। এবার এই দুই তারকা ক্রিকেটার মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে সাকিবের রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে তামিমের ফরচুন বরিশাল।
আজ শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াই ছাপিয়ে সাকিব-তামিমের দ্বৈরথ এই ম্যাচে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে।
লন্ডনে চোখের ডাক্তার দেখিয়ে দেশে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। আর পিঠের চোট কাটিয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরছেন তামিম। দুই ক্রিকেটারই নিজেদের সেরা ছন্দ খুঁজে পেতে মরিয়া।
বিপিএলের অন্যতম অভিজ্ঞাসম্পন্ন দল বরিশাল। মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর অভিজ্ঞতাই এই দলের বড় শক্তি। সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই বাজিমাতের অপেক্ষায় বরিশাল। তিন তারকা ছাড়াও বরিশালে আছেন অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজ। যিনি ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলে ভূমিকা রাখতে পারেন।
অন্যদিকে, সাকিব আল হাসান ছাড়াও রংপুরের জার্সিতে মাঠ মাতাবেন শেখ মেহেদী, শামীম হোসেন, রনি তালুকদারের মতো পরীক্ষিতরা। বোলিংয়ে আছেন পেসার হাসান মাহমুদ, রিপন মন্ডলরা। সেই সঙ্গে ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার, ফজলে রাব্বি ও আশিকুজ্জামানরাও সুযোগ পেলে আলো ছড়াতে প্রস্তুত।