বরিশালের বোলিং তোপে রংপুরের স্বল্প পুঁজি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরুর দ্বিতীয় দিনেই সাকিবের রংপুরের মুখোমুখি তামিমের বরিশাল। হেভিওয়েট এই দুই দলের ম্যাচটা হবে রানবন্যার, ক্রিকেটপ্রেমীদের এমন প্রত্যাশা অবশ্য পূরণ হয়নি। ব্যাটিং ব্যর্থতায় বরিশালকে ১৩৫ রানের লক্ষ্য দিয়েছে রংপুর।
আজ শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৪ রান তোলে রংপুর। বরিশালের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন পেসার খালেদ আহমেদ।
আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই ধাক্কা খায় রংপুর। মোহাম্মদ ইমরানের ইয়র্কারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ব্রেন্ডন কিং। শুরুর ধাক্কা সামাল দেওয়ার আগে ফের ধাক্কা খায় রংপুর। এবার সাজঘরে ফেরেন ওপেনার রনি তালুকদার। দলীয় ১৪ রানের মাথায় খালেদের বলে ব্যক্তিগত পাঁচ রান করে ফেরেন রনি।
দুই বল পরই খালেদের দ্বিতীয় শিকারে পরিণত হন সাকিব। তিন বলে দুই রান করে বোল্ড হয়ে ফেরেন এই অলরাউন্ডার। সাকিবের বিদায়ের পর আজমতউল্লাহ ওমরযাই ও অধিনায়ক নুরুল হাসান সোহান মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৩১ রানের মাথায় ৯ বলে ছয় রান করে ফেরেন ওমরযাই।
পরবর্তীতে শামিম হোসেন পাটোয়ারিকে নিয়ে জুটি গড়েন সোহান। এই জুটিতে যোগ হয় ৩৪ রান। দলীয় ৬৫ রানে সোহানের বিদায়ে ভাঙে এই জুটি। ২৩ বলে ২৩ রান করে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটার। এরপর দলীয় ৯৭ রানে শামীমের বিদায়ের পর বেশিদূর যেতে পারেনি রংপুর। শেষমেশ ১৩৪ রানে থামে দলটি।
সংক্ষিপ্ত স্কোর :
রংপুর রাইডার্স : ২০ ওভারে ১৩৪/৯ (কিং ০, রনি ৫, সাকিব ২, সোহান ২৩, ওমরযাই ৬, শামীম ৩৪, নবী ১০, মেহেদী ২৯, মুরাদ ৭, হাসান ০, ইরশাদ ৮ ; ইমরান ৪-০-৩২-১, খালেদ ৪-০-৩১-৪, দুনিথ ৪-০-১৭-১, রকিবুল ৪-০-৩১-০, মিরাজ ৩-০-১৩-২, শোয়েব ১-০-৯-১)