বায়ার্নের কোচ হিসেবে কোম্পানির যাত্রা শুরু
সত্যি হলো গুঞ্জন। কোচ হিসেবে ভিনসেন্ট কোম্পানিকেই নিযুক্ত করেছে বায়ার্ন মিউনিখ। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আজ বুধবার (২৯ মে) বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন কর্তৃপক্ষ। বেলজিয়ামের সাবেক এই তারকা ফুটবলারের সঙ্গে ক্লাবটির চুক্তি তিন বছরের। বায়ার্ন জানিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত বাভারিয়ানদের প্রধান কোচের দায়িত্ব তুলে দেওয়া হলো কোম্পানির হাতে।
সদ্য শেষ হওয়া মৌসুমটা ভুলে যেতে চাইবে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটি মৌসুম শেষ করে কোনো শিরোপা ছাড়াই। বুন্দেসলিগা হারিয়েছে অখ্যাত বায়ার লেভারকুসেনের কাছে। রিয়াল মাদ্রিদের কাছে হেরে বাদ পড়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ফলস্বরূপ, কোচ টমাস টুখেল হারিয়েছেন দায়িত্ব। তারই স্থলাভিষিক্ত হলেন কোম্পানি।
খেলোয়াড়ি জীবনে তুখোড় ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করা কোম্পানি কোচ হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। তার অধীনে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলি হয়েছে ১৯তম। অবনমিত হয়েছে দ্বিতীয় বিভাগে। ক্লাবটির সঙ্গে আরও চার বছরের চুক্তি থাকলেও তাই তাকে ছেড়ে দিয়েছে তারা। কোম্পানিকে নিতে বার্নলিকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়েছে বায়ার্ন।
বায়ার্নের কোচ হয়ে কোম্পানি বলেন, ‘বায়ার্নে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। এমন একটি ক্লাবের কোচ হওয়া আমার জন্য বেশ সম্মানের ব্যাপার। বিশ্ব ফুটবলে ক্লাবটি একটি প্রতিষ্ঠানের সমতূল্য। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া বিশাল ব্যাপার।’