মুহাম্মাদ আসাদুল্লাহ
গণযোগাযোগ ও সাংবাদিকতায় (অনার্স) অধ্যয়নরত। মুহাম্মাদ আসাদুল্লাহ রম্য লিখছেন দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ, সমকাল, যুগান্তর, আমার দেশ, নয়া দিগন্ত, বাংলাদেশ প্রতিদিন, আমাদের সময়, প্রথম আলোসহ প্রায় সবকটি জাতীয় পত্রিকায়। গল্প ও ছড়ার পাশাপাশি ফিচার লিখেছেন বণিক বার্তা ও সাপ্তাহিক ২০০০-এ। 'অপারেশন পিওর হাসি' (রম্য গল্প সংকলন, ভাষাচিত্র-২০১৩), 'নোবেল প্রাইজ' (রম্য গল্প সংকলন, বাংলাদেশ রাইটার্স গিল্ড-২০১৫) তাঁর প্রকাশিত গ্রন্থ।