উত্তরাঞ্চলে অনেক জঙ্গি রয়েছে : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘আমরা জঙ্গি দমনে সফল হয়েছি, তবে নিশ্চিহ্ন করতে পারিনি। দেশের উত্তরাঞ্চল দিনাজপুর, রংপুর, রাজশাহীতে অনেক জঙ্গি রয়েছে।’
আজ সকালে দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।
শহীদুল হক বলেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিদের আস্তানা গড়তে দেওয়া হবে না। তবে এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশের সদস্যসহ সব পেশার মানুষের সহযোগিতা দরকার।
দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে অতিথি ছিলেন রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম প্রমুখ।
সমাবেশে দিনাজপুর জেলার ১৩টি উপজেলা ও পৌরসভার কমিউনিটি পুলিশের সদস্যরা অংশ নেন।