স্বাস্থ্যবিমা চালু করতে চান খালেদা জিয়া
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি ক্ষমতায় গেলে চালু করবে স্বাস্থ্যবিমা।
আজ বুধবার ‘রূপকল্প ২০৩০’ ঘোষণা দেন খালেদা জিয়া। রাজধানীর একটি হোটেলে ওই ঘোষণা দেন তিনি।
বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা নিয়ে কী করবে ‘রূপকল্প ২০৩০’-এ তার একটা ধারণা দেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, ‘সবার জন্য স্বাস্থ্য এ হবে বিএনপির স্বাস্থ্যনীতি। সবার জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার নিমিত্তে দ্রুততম সময়ের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা চালু করা হবে।’
খালেদা জিয়া আরো বলেন, ‘পর্যায়ক্রমে স্বাস্থ্যবিমা চালু করা হবে। সব নাগরিকের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে জিপি (জেনারেল প্র্যাকটিশনার) ব্যবস্থার প্রবর্তন করা হবে। প্রত্যেক নাগরিকের জন্য একজন চিকিৎসক নির্দিষ্ট থাকবেন। এতে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। অপরদিকে চিকিৎসকদেরও কর্মসংস্থান হবে। গরিব মানুষের জন্য ৫০ ধরনের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হবে।’
উল্লেখ্য, স্বাস্থ্যবিমার ধারণা দক্ষিণ এশিয়ার কোনো দেশেই নেই। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশে এ ব্যবস্থা আছে। স্বাস্থ্যবিমা করা হলে মানুষ চিকিৎসার খরচ মেটানোর জন্য প্রয়োজনীয় সুবিধা পাবে। এ ছাড়া দুর্ঘটনায় ক্ষতিপূরণসহ স্বাস্থ্য-সংক্রান্ত বিভিন্ন সেবা পেতে পারে।
এ ছাড়া চিকিৎসক সংক্রান্ত জিপি ধারণাও দক্ষিণ এশিয়ার কোনো দেশে নেই।