দিনাজপুরে ট্রাকচাপায় শিশু নিহত
দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকচাপায় মো. মাসুম (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার জুলিমুদিখানা নামক স্থানে দিনাজপুর-সেতাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুমের বাড়ি বিরল উপজেলার তেঘরা মহেশপুর গ্রামে। তার বাবার নাম মো. সুজন। এ ঘটনায় পর এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, বিকেল ৪টার দিকে দিনাজপুর থেকে সেতাবগঞ্জগামী একটি ট্রাকের চাপায় মাসুম নিহত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
ঘটনাস্থলেই ট্রাক ও চালককে আটক করে স্থানীয়রা। এ সময় তাঁকে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটি থানায় নিয়ে যায়। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি মজিদ।