শেখ হাসিনা না সরলে কোনো নির্বাচন হবে না : ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা আসন থেকে না সরলে দেশে কোনো নির্বাচন হবে না এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া আগামীতে কোনো নির্বাচন হবে না।
আজ রোববার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার জনগণের ভোটের অধিকার লুট করেছে। রাজস্ব লুট করেছে। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে হয়রানি করছে। জনগণ এর জবাব দিবে। তাদের বিচারও জনগণ করবে।'
আওয়ামী লীগ নেতারা লুট করে টাকা বিদেশে জমাচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এদের জনগণের আদালতে হাজির করে বিচার করা হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় তা জনগণ মেনে নেবে না।’
‘জিয়াউর রহমান কোনো ক্যু করেননি, মার্শাল ল জারি করেননি, শহীদ জিয়া দেশে এক দলীয় শাসনের অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন।’ বলছিলেন মওদুদ আহমদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘২০১৯ সাল নির্বাচনের বছর, শেখ হাসিনার বিদায়ের বছর, আগামী একাদশ নির্বাচনে, আমরা বলেছি একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার হতে হবে এবং আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন।’
সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ।