এ সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। রংপুর সিটি করপোরেশনের নির্বাচনও সুষ্ঠু হবে কি না আশংকা প্রকাশ করেছেন তিনি।
আজ সোমবার দুপুরে রংপুর সিটির নির্বাচনী এলাকা পরিদর্শনে গিয়ে ফখরুল এসব কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, ‘নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সঠিকভাবে নির্বাচন করতে পারবে কি না, এটা হচ্ছে মূল কথা। আমরা কখনোই মনে করি না, এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু জনগণের শক্তিকে সেই নির্বাচনকে আপনাদের পক্ষে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে আপনাদের কাজ।’
আগামী ২১ ডিসেম্বর এই সিটি করপোরেশনের নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট সাতজন মেয়র পদপ্রার্থীসহ মোট ২৮৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদপ্রার্থীরা হলেন—আওয়ামী লীগ মনোনীত শরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিএনপির কাওছার জামান বাবলা, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী (জাতীয় পার্টির বিদ্রোহী) জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী সেলিম আখতার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবদুল কুদ্দুস ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা।
রংপুর সিটিতে ভোট হয়েছিল ২০১২ সালের ২০ ডিসেম্বর। নিয়ম অনুযায়ী, সিটি করপোরেশনে শপথ নেওয়ার পর প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর এর মেয়াদ থাকে। আর এ মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।