বাকস্বাধীনতা নেই, পুনঃপ্রতিষ্ঠাই চ্যালেঞ্জ : ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বর্তমানে কোনো বাকস্বাধীনতা নেই। সেটি পুনঃপ্রতিষ্ঠাই এখন সবচেয়ে চ্যালেঞ্জ।
urgentPhoto
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
এ সময় জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডের মূল্যায়ন করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এ মহান নেতা শুধু স্বাধীনতাযুদ্ধের ঘোষণা দিয়েই ক্ষান্ত ছিলেন না, তিনি দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছেন। পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণ যখন তাঁকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিয়েছেন, তিনি অতিদ্রুত রাষ্ট্রকে পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিয়েছেন।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জিয়াউর রহমান সমগ্র জনগণকে একত্রিত করে উন্নয়ন ও অগ্রগতির নতুন রাজনীতি শুরু করেন। বহুমাত্রিক গুণের অধিকারী এ নেতা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করার জন্য কাজ করে গেছেন।’
এর আগে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও দলের প্রতিষ্ঠাতার জন্মদিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।