ছয় দফা দাবি আদায় করা হবে : আনু মুহাম্মদ
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ছয় দফা দাবি এক দশকেও পূরণ করা হয়নি। মিথ্যা মামলা প্রত্যাহার, দালালদের দৌরাত্ম্য ও ছয় দফা দাবি পূরণ না হলে আগামীতে নতুন কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।
আজ শুক্রবার ফুলবাড়ী নিমতলা মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনু মুহাম্মদ এসব কথা বলেন। তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম জুয়েল।
এদিকে, ফুলবাড়ী রক্ষা আন্দোলনের নেতাকর্মী ও ফুলবাড়ীবাসীর ব্যানারে সম্মিলিত পেশাজীবী পরিষদ এক শোক শোভাযাত্রা বের করে। নেতারা শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ফুলবাড়ী রক্ষা আন্দোলনের অন্যতম নেতা ও বর্তমানে ফুলবাড়ীর পৌর মেয়র মর্তুজা সরকার মানিকসহ স্থানীয় পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
২০০৬ সালের ২৬ আগস্ট তৎকালীন সরকারের শাসনামলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কয়লাখনি প্রকল্প বাতিল এবং যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে ফুলবাড়ীর মানুষ। ওই সময় বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশ ও তৎকালীন বিডিআর নির্বিচারে গুলিবর্ষণ করলে প্রাণ হারান তিনজন। এ ছাড়া দুই শতাধিক মানুষ আহত হন।