সরকারের নিষ্ক্রিয়তায় সুন্দরবনে আগুন : আনু মুহাম্মদ
সরকারের নিষ্ক্রিয়তার কারণেই সুন্দরবনে বারবার আগুনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
আজ শুক্রবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে সুন্দরবনসংলগ্ন বাগেরহাট, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, পিরোজপুর ও যশোর জেলার জাতীয় কমিটির আঞ্চলিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এর আগে সাংবাদিকদের সামনে আনু মুহাম্মদ এ মন্তব্য করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘আগামী ১৫ মে পর্যন্ত সরকারকে সময় দেওয়া হয়েছে। আশা করি, সরকার এ সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ নেবে।’ তার আগে সরকারকে প্রকাশ্যে আলোচনার আহ্বান জানান তিনি।
আনু মুহাম্মদ বলেন, এই সময়ের মধ্যে সরকার দাবি মেনে না নিলে জাতীয় কমিটি সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে গণসংযোগ করবে। এ ছাড়া আগামী ১৭ মে চূড়ান্ত কর্মসূচি নেওয়া হবে বলে জানান তিনি।
তেল-গ্যাস জাতীয় রক্ষা কমিটির সদস্য সচিব বলেন, সরকারের নৈতিক অবস্থান খুবই দুর্বল। আর এ কারণে তারা প্রকাশ্যে আলোচনায় আসতে ভয় পায়। শুধু রামপাল বিদ্যুৎকেন্দ্র নয়, সুন্দরবনের যে কোনো আগ্রাসী তৎপরতা বন্ধের জোর দাবি জানান তিনি। তিনি বলেন, ভারতীয় কোম্পানি যেহেতু রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ করছে, সেহেতু ভারতেও এই বিষয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
রঞ্জিত চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে আঞ্চলিক প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন রুহিন হোসেন প্রিন্স, সাইফুল হক, ফিরোজ আহমেদ, আজিজুল হক, প্রকৌশলী কল্লোল মোস্তফা, ডা. মনোজ দাস, ফররুখ হাসান জুয়েল।
সম্প্রতি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কয়েক দফায় আগুনের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে এক বন কর্মকর্তাকে বহিষ্কার করে সরকার। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়।