সূচক পতনে চলছে লেনদেন, বেশিরভাগ শেয়ারের দরপতন
সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। শুরুর প্রথম ৪৪ মিনিটে লেনদেন হয়েছে ৯৪ কোটি টাকা। অধিকাংশ কোম্পানির শেয়ার দরপতনে রয়েছে। আজ সোমবার (১ এপ্রিল) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার কেনার চাপে লেনদেনের শুরুতেই সূচকের উত্থান হয়। লেনদেনে শুরুর প্রথম ৮ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২১ পয়েন্ট। এরপর কেনার চাপ কমতে থাকে। এতে উত্থান কমতে থাকে। বেলা বাড়ার পর পালাক্রমে সূচক পতনের রূপে অবস্থান নেয়। লেনদেনে শুরুর প্রথম ৪৪ মিনিটে ডিএসইএক্স পতন হয় ২৮ দশমিক ৭১ পয়েন্ট। ডিএসইএক্স সূচক কমে অবস্থান করেছে পাঁচ হাজার ৮০০ দশমিক ৯৮ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ছয় দশমিক ২০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৯ দশমিক ৫৩ পয়েন্ট কমেছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৮১টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ১১৯ কোটি সাত লাখ টাকা।
লেনদেন শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকসের শেয়ার। লেনদেন করেছে আট কোটি পাঁচ লাখ টাকা। এ ছাড়া সেন্ট্রাল ফার্মার ছয় কোটি ৭৩ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের পাঁচ কোটি ৫১ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের চার কোটি ৩৪ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের তিন কোটি ৮৪ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের তিন কোটি ৬৪ লাখ টাকা, এমারেল্ড অয়েলের তিন কোটি ৪৫ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের দুই কোটি ৯৬ লাখ টাকা, গোল্ডেন সনের দুই কোটি ৭২ লাখ টাকা এবং ফরচুন সুজের দুই কোটি ৬৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।