টানা পতনের পর সূচকের উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (২২ এপ্রিল)। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। বেড়েছে বাজারে মূলধনসহ লেনদেনের পরিমাণ। আজ এই পরিমাণ সাড়ে ৫০০ কোটি টাকার ঘরে।
অনুসন্ধানে দেখা যায়, পবিত্র ঈদুল ফিতরের পর টানা পাঁচ কর্মদিবস পতন হয়েছে। সেই সূচক পতনে সামলে উত্থানে আজ। লেনদেন শেষে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে ২১ পয়েন্ট। একদিনে ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে দুই হাজার কোটি টাকা। লেনদেনেও ৯৬ কোটি টাকা বেশি হয়েছে।
ডিএসইর সূত্রে জানা যায়, সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫৭৪ কোটি ৯২ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৪৭৮ কোটি ২৩ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ছয় হাজার ৭১৬ কোটি ২১ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার বাজার মূলধন ছিল সাত লাখ চার হাজার ৭১০ কোটি ২১ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ২১ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৭৪ দশমিক ৮৬ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৬৫৩ দশমিক ৭১ পয়েন্টে। ডিএসইএস সূচক চার দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪৩ দশমিক শুন্য ৯ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক এক দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৮৩ দশমিক ৯১ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২২৪টির ও কমেছে ১১২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৬০টির।
সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির ৩৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে আট দশমিক ৭৪ শতাংশ। এ ছাড়া এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে চার দশমিক ৩৯ শতাংশ।