চ্যাম্পিয়ন্স লিগে কাটল হালান্ডের গোলখরা
গত মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে একচ্ছত্র আধিপত্য করেছিলেন আর্লিং হালান্ড। যার পায়ে বল যাওয়া মানে গোল হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়া। যার পায়ে ভর দিয়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি জেতে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, সেই হালান্ডই কি না উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে ভুগেছেন গোলখরায়। গত পাঁচ ম্যাচ শেষে তার নামের পাশে কোনো গোল ছিল না। অবশেষে, গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ইয়াং বয়েজের বিপক্ষে জোড়া গোল করলেন। তাতে, সিটিও পেল ৩-১ ব্যবধানে জয়।
বার্লিনের ওয়াঙ্কডর্ফ স্টেডিয়ামে স্বাগতিক ইয়াং বয়েজের বিপক্ষে সিটির প্রথমার্ধ কাটে গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় পেপ গার্দিওলার শিষ্যরা। ৪৮ মিনিটে ম্যানুয়েল অ্যাকাঞ্জির গোলে এগিয়ে যায় সিটি। ৫২ মিনিটে গোল শোধ করেন বয়েজের মেসাক এলিয়া। ১-১ সমতায় এগিয়ে চলা ম্যাচের ৬৭ মিনিটে দলকে এগিয়ে নেন হালান্ড।
পেনাল্টি থেকে গোল করে নিজের গোলখরা কাটান হালান্ড। ৮৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় ও ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন নরওয়ের এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছেন হালান্ড। গোল করেছেন ৩৭টি। ঢুকে গেছেন আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকার সেরা বিশে।
এ ছাড়া আরেক ম্যাচে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে।