মারুফ রায়হান
মারুফ রায়হান আশির দশকের প্রথমার্ধে ঢাকায় ছাত্রাবস্থায় প্রবলভাবে নাট্য আন্দোলন, লেখালেখি ও সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। ১৯৮২ সালে সামরিক শাসনবিরোধী ভূমিকা রাখায় গ্রেপ্তার হন কলাভবন থেকে। ১৯৮৭ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং এরশাদ সরকারের পতন পর্যন্ত সেখানে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন। রুচিশীল সাপ্তাহিক পত্রিকা 'সচিত্র সন্ধানী'র মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি। মাঝে 'মাটি' নামে একটি সাহিত্য মাসিক সম্পাদনা করেন। দৈনিক সংবাদপত্রের ভেতর কাজ করেছেন বাংলার বাণী, আজকের কাগজ, যুগান্তর ও প্রথম আলোয়। 'একুশের সংকলন' ও 'ষোলই ডিসেম্বর' নামে দুটি কাগজ বের করেন ফি বছর। তাঁর কবিতাগ্রন্থ ১০টি; এর ভেতর রয়েছে : স্বপ্নভষ্মের চারুকর্ম, উদ্বাস্তু গদ্যের গান, নৈঃশব্দ্যের ধ্বনি, ভালোবাসার ভুলগুলো ফুলগুলো, গাছ ও নারী, সন্ধ্যায় মেয়েটি যা যা বলেছিলো, শত কবিতা সতত কবিতা, অগ্নিশুদ্ধ মন। এ ছাড়া রয়েছে গদ্যগ্রন্থ, সম্পাদনাগ্রন্থ, জীবনীগ্রন্থ ও সাক্ষাৎকারভিত্তিক বেশ কিছু বই।