কলকাতার হয়ে খেলার সুযোগ পাবেন লিটন?
প্রথমবার আইপিএলে সুযোগ পেয়েছেন লিটন দাস। চলতি মৌসুমে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে মাঠ মাতাতে দেখা যাবে বাংলাদেশি তারকাকে। ইতোমধ্যেই কেকেআর শিবিরে যোগ দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। কলকাতার পরবর্তী ম্যাচ আগামীকাল শুক্রবার (১৪ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। বাংলাদেশি সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—লিটন কি সুযোগ পাবেন একাদশে?
কলকাতার একাদশে নিয়মিত সুযোগ পাওয়া বিদেশিদের মধ্যে আছেন সুনিল নারিন, আন্দ্রে রাসেল, রহমতউল্লাহ গুরবাজরা। লিটনের পজিশন উইকেটরক্ষক ব্যাটারের। চলতি আসরের প্রথম তিন ম্যাচে কলকাতার হয়ে এই পজিশনে খেলেছেন আফগানিস্তানের রহমতউল্লাহ গুরবাজ। তিন ম্যাচে একটি অর্ধশতকসহ গুরবাজ করেছেন ৯৪ রান। সর্বোচ্চ ৫৭, স্ট্রাইক রেট ১৩০.৫৬।
লিটন খেলেন ওপেনিংয়ে। এই পজিশনে খেলার জন্য কলকাতা এনেছে আরেক বিদেশি জেসন রয়কে। সাকিব আল হাসানের পরিবর্তে কলকাতায় আসা রয়েরও লিটনের মতো প্রথম ম্যাচ কাল। ইংলিশ এই হার্ডহিটার ব্যাটারকে রেখে লিটনকে সুযোগ দেওয়ার বিষয়টি হয়তো একটু বেশিই চাওয়া হয়ে যাবে।
কলকাতায় যাওয়ার আগে বিমানবন্দরে বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লিটন। রহমতউল্লাহ ও রয়ের মতো দুইজন ওপেনার থাকতে বিদেশি হিসেবে ওপেনিংয়ে নিজের সম্ভাবনা কতটুকু দেখছেন এমন প্রশ্নের জবাবে লিটন বলেছিলেন, ‘একজন ওপেনার হিসেবে সবসময়ই আত্মবিশ্বাসী থাকতে হবে। আমি আগে কখনও বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলিনি। এটি সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। দল যদি আমাকে খেলায়, আমি চেষ্টা করব ভালো খেলার। শুধু ওপেনিংয়ে নয়, তারা যে পজিশনেই সুযোগ দেবে, আমি ভালো খেলার চেষ্টা করব।’
লিটন মুখিয়ে আছেন খেলতে। তাকে মাঠে দেখতে মুখিয়ে আছে ভক্তরাও। কালই সেই সময়টা আসবে কি না তা জানা যাবে ইডেন গার্ডেনে সন্ধ্যার টসের পর। টসের পরই যে জানা যাবে, লিটন একাদশে থাকছেন কি না।