বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের ‘টাইটেল স্পন্সর’ ওয়ালটন
আসন্ন বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের ‘টাইটেল স্পন্সর’ ওয়ালটন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল।
আজ বৃহস্পতিবার সিরিজের স্বত্বাধিকারী আইটিডব্লিউ স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম ও আইটিডব্লিউ কনসাল্টিং বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রধান মোহাম্মদ শারিক দুপক্ষের হয়ে চুক্তিতে সই করেন।
এ ব্যাপারে উদয় হাকিম বলেন, ‘করোনা মহামারির কারণে কঠিন সময় অতিক্রম করছে পুরো বিশ্ব। তবে আনন্দের বিষয় হলো করোনাভীতি কাটিয়ে আবার মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। জাতীয় দল এরই মধ্যে নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেছে। এর পর টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে দল। এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে ওয়ালটন গ্রুপ গর্বিত।’
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দুটি টেস্ট খেলবে। খেলা হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল এবং দ্বিতীয় টেস্ট হবে ২৯ এপ্রিল থেকে।