আইসিসি থেকে সুখবর পেলেন নাহিদা-জ্যোতিরা
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দারুণ কেটেছে বাংলাদেশের। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পারফর্ম ছিল চোখে পড়ার মতো। তিনি ম্যাচের সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে। এমন দারুণ পারফর্মের পর আইসিসি থেকে সুখবর পেয়েছেন নাহিদা আক্তার-নিগার সুলতানা জ্যোতিরা।
সদ্য শেষ হওয়া সিরিজে চমৎকার বোলিং করে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন নাহিদা। ব্যাটিংয়ে উন্নতি করেছেন ফারজানা হক ও নিগার সুলতানারা।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) আইসিসির হালনাগাতকৃত র্যাঙ্কিংয়ে দেখা যায়, বোলার তালিকায় তিন ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন নাহিদা। মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান এটিই।
সিরিজের সর্বোচ্চ ৭ উইকেট ২৩ ধাপ এগিয়ে এখন ক্যারিয়ার সেরা ৩১তম স্থানে উঠে এসেছেন সুলতানা খাতুন।
অন্যদিকে ব্যাটিংয়ে তিন ম্যাচে তিন ফিফটিতে ৬ ধাপ এগিয়ে ১৬ নম্বরে আছেন ফারজানা হক। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে তিনিই।
তিন ম্যাচে ৮৬ রান করে ১১ ধাপ উন্নতি হয়েছে নিগারের। তিনি আছেন ২৮তম স্থানে। আর দেড় বছর পর সিরিজ রাঙানো শারমিন সুপ্তাও ৪৩তম স্থান নিয়ে র্যাঙ্কিংয়ে ফিরেছেন। আইরিশদের বিপক্ষে পুরো সিরিজে সর্বোচ্চ ২১১ রান করেছেন সুপ্তা।