পুলিশের জন্য ওভার-টাইম চালু হবে : খালেদা জিয়া
পুলিশের কনস্টেবল থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) পর্যন্ত নিম্নপদস্থ পুলিশ সদস্যদের আট ঘণ্টার বেশি দায়িত্ব দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে আট ঘণ্টার বেশি দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মঘণ্টা অনুসারে ওভার-টাইম ভাতাও চালু করার কথা জানান তিনি।
আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘রূপকল্প ২০৩০’ শীর্ষক ভবিষ্যৎ সরকার পরিচালনার পরিকল্পনা ঘোষণা করতে গিয়ে এসব কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
খালেদা জিয়া বলেন, পুলিশের কনস্টেবল, ট্রাফিক পুলিশ এবং এএসআই পর্যন্ত নিম্নপদস্থ পুলিশ কর্মকর্তাদের মাঠপর্যায়ে একটানা আট ঘণ্টার বেশি দায়িত্ব দেওয়া হবে না বা দায়িত্ব পালনে বাধ্য করা হবে না। ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের জন্য ঝুঁকিভাতা এবং আট ঘণ্টার অতিরিক্ত সময় দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মঘণ্টা হারে যুক্তিসংগত ওভার-টাইম ভাতা দেওয়া হবে। এএসআই থেকে কনস্টেবল পর্যন্ত পুলিশের আবাসন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘পুলিশ বাহিনীকে একটি স্বাধীন ও গণতান্ত্রিক সমাজের উপযোগী করে গড়ে তোলা হবে। জনগণের সেবক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন, ট্রেইনিং ও নৈতিক উন্নয়নের কার্যক্রম গ্রহণ করা হবে। সিআরপিসি, পিআরবি, পুলিশ আইন এবং সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী পুলিশের ওপর বিচার বিভাগীয় তদারকি নিশ্চিত করে জবাবদিহি ও কল্যাণমূলক জনপ্রশাসন গড়ে তোলা হবে।’
খালেদা জিয়া বলেন, ‘বর্তমানে থানায় গেলে অনেক সময় পুলিশ মামলা নেয় না। এটা ডিনায়েল অব জাস্টিস। এ অবস্থা থেকে মুক্তির জন্য দেশব্যাপী থানাগুলোতে অনলাইন পদ্ধতি ও মোবাইল টেকনোলজি ব্যবহারের মাধ্যমে অভিযোগ দায়েরের সুযোগ সৃষ্টি করে ফৌজদারি বিচারপ্রার্থীদের আইনের নিরাপত্তা পাওয়ার সম-অধিকার প্রতিষ্ঠা করা হবে।’