ঈদের বাজার-সদাই: ঈদে মুখরোচক খাবার তৈরিতে যেসব মসলাপাতি কিনবেন
ঈদ মানেই মজাদার খাওয়া-দাওয়ার মহোৎসব। আর ঈদে পরিবারের সকলের কাছে নিজের রান্না করা খাবারকে সুস্বাদু ও মুখরোচক করতে সবাই ব্যস্ত থাকেন। আর এই রান্নাকে মুখরোচক করতে জুড়ি নেই মসলার। আপনার রান্নার প্রয়োজনীয় সব মসলাপাতির খবর নিয়ে এবারের আয়োজন।ইতোমধ্যে অনেকেই তৈরি করে ফেলেছেন বাজারের তালিকা। এখন শুধু সময় ও সুযোগ মতো ঢুঁ মারবেন বাজারে। ঈদকে সামনে রেখে সবধরনের মসলার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আর ঈদের...
সর্বাধিক ক্লিক